নিজস্ব প্রতিবেদক
ঘটনাটি ঘটে ১০/৪/২০২৫ রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুশা ইউনিয়নের বাহাগিলী গ্রামে।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়
বসতবাড়ি র প্রাচীর নিয়ে ঝামেলা। ভুক্তভোগী নতুন করে প্রাচীর তুলতে গেলে এ নিয়ে দুপক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। গতকাল ঝামেলা হওয়ার পর সবকিছু শান্ত ছিল। আজকে সকালে যখন ভুক্তভোগী ক্ষিরোদ চন্দ্রা রায় কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বাহির হয় তখনই অভিযুক্তকারীরা হলেন ১/চিত্ররঞ্জন (মনতোষ খলিফা) পিতা:মৃত নলিত চন্দ্র।২/বাঁধন চন্দ্র রায় পিতা :চিত্ররঞ্জন৩/পরিতোষ চন্দ্র। পিতা: নলিত চন্দ্র। ৪/ইন্দ্রজিৎ পিতা: ভবেষ্যর ৫/সবুজ চন্দ্র বহিরাগত ক্যাডার
অতর্কিতভাবে হামলা করেন ভুক্তভোগীর ক্ষিরোদ চন্দ্রার উপর দেশীয় অস্ত্র দাও নিয়ে হামলা করে একপর্যায়ে হাতে থাকা দা দিয়ে কোপ দিলে ভুক্তভোগীর বাঁ পায়ে গুরুতর আহত হয়। পরে ভুক্তভোগী কে উদ্ধার করে কাউনিয়া থানায় গেলে ডিউটি অফিসার দেখে বলেন আপনার আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন চিকিৎসা শেষে ব্যবস্থা নেওয়া হবে। তার পর ভুক্তভোগী কাউনিয়া মেডিকেলে আসেন।
এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই বিষয়ে ভুক্তভোগী আরো বলেন যারা আমার উপরে হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।