মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা, আজ মঙ্গলবার (২১নভেম্বর ২০২৩) বেলা সাড়ে ১২টার দিকে তিনি সরেজমিনে ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিষদের সমস্ত রেজিস্ট্রার চেক করেন। পরিদর্শন শেষে তিনি পরিষদের পরচালিত কার্যক্রমে সন্তোষজনক প্রকাশ করেন। এ সময় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাসীন উদ্দীন,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মোঃ ওবাইদুল্লাহ,সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।৭নংহোগলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী , সচিব মোঃ সিদ্দিকুর রহমান , ইউপি সদস্য মিলন , আব্বাস উদ্দিন , আমিনুর রহমান , শহিদুল ইসলাম, হানানুর রহমান, মানারুল ইসলাম , রবিউল ইসলাম, মাহাবুল সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। ইউনিয়ন পরিষদ পরিদর্শন জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজা বলেন, পরিষদের সার্বিক কার্যক্রম সন্তোষজনক। হোগলবাড়ি ইউনিয়ন পরিষদের সভায় সময় বক্তারা আল্লারদর্গা বাজারের বিভিন্ন জনদূর্ভগ নিয়ে ডিসিকে অবহিত করেন ও হোগলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। এরপর হোগলবাড়িয়া ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শন করেন ও ভূমি অফিসের সামনে নারিকেল গাছ রোপণ করেন ও সোনাইকুন্ডির আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ও পরিদর্শনকালে আশ্রয়ন প্রকল্পে বিভিন্ন ফলের গাছ বিতরণ করেন ডিসি এহেতেশাম রেজা। প্রদান করা হয়েছে। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের গন্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও মাদক নির্মূল করতে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে কাজ করতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোন রকম অনিয়ম সহ্য করা হবেনা।