শ্রমিকদের কঠোর পরিশ্রমে ক্লান্ত ঘামের গন্ধ যেন এক বার্তা দিয়ে যায়।বাংলাদেশের প্রত্যেকটি কাজের মধ্যে শ্রমিকদের ঘাম লেগে আছে।
তাদের ঘাম ঝড়ানো এই পরিশ্রমে বাংলাদেশ অনেক দূর পযর্ন্ত এগিয়ে যাচ্ছে।
এর মধ্যে সবচেয়ে ভূমিকা রাখছে যারা প্রবাসী রয়েছে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদের পরিবারকে ছেড়ে।
আমরা জানি প্রবাসীরা হলো আমাদের “রেমিট্যান্স যোদ্ধা”
তাদের অর্জিত অর্থ আজ আমাদের বাংলাদেশে অনেক ভূমিকা ও যোগান দিচ্ছে।
তাছাড়াও খেটে খাওয়া অনেক শ্রমিকরাও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশেও যোগান দিচ্ছে।
শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বজুড়ে তাদের ঘাম লেগে আছে বড় বড় অট্রালিকা ভবন আর শিল্পকারখানাগুলোতে।
তাদের মাধ্যমে আজ অনেকেই বাংলাদেশ কে অনেক দূর পযর্ন্ত নিয়ে যেতে সম্ভব হচ্ছে।
তাই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বিশ্ব ব্যাপী পহেলা মে দিনটি বিশ্ব শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
তার ন্যায়ে কুমিল্লার তিতাস উপজেলা জুড়ে বিভিন্ন দল সকাল থেকে শ্রমিকদের কে শ্রদ্ধা জানিয়ে উদযাপন পালন করছেন।
বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সকাল সাড়ে নয়টায় তিতাস উপজেলা পরিষদ থেকে শুরু করে কড়িকান্দি ব্রীজ সংলগ্ন পযর্ন্ত জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দর বক্তব্যের মাধ্যমে উদাযাপন সমাপ্তি হয়।
একটি প্রভাত আছে “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি” শ্রমিকদের হারভাংগা অক্লান্ত পরিশ্রমে আমাদের মুখে খাদ্যর জোগান দেয়।
সকল নেতৃবৃন্দ বলেছেন
ন্যায্যতার ভিত্তিতেই এগিয়ে যাক বিশ্ব শ্রমবাজার।
শান্তি ও মুক্তির আলোয় আলোকিত হোক প্রতিটি শ্রমজীবী মানুষের জীবন।