শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আরব আমিরাতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৪-২৫ কেন্দ্রীয় কমিটির অনুমোদন ও কর্মী সমাবেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সব শিক্ষার্থীকে হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে জিএমপি পূবাইল থানা পুলিশের অভিযানে ০৭ কেজি গাজাসহ গ্রেফতার-০১ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচিত গাইবান্ধায় মিছিল থেকে আ.লীগের কার্যালয় ভাঙচুর।।মোটরসাইকেলে আগুন।।জেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়রসহ আহত -১০ একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন লাইসেন্সবিহীন জনৈক মোমিন কাজীর ছত্রচ্ছায়ায় এলাকায় বাল্যবিবাহের হিড়িক ছাত্রলীগের নিষেধ উপেক্ষা করে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহীতে হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য চাকুরী মেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

 

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মূলধারায় ফিরিয়ে আনা ও তাদের আত্মকর্মসংস্থানের লক্ষে রাজশাহীতে দিনব্যাপি চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী দিনের আলো হিজরা সংঘের আয়োজনে বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর শাহ্ ডাইন কনভেনসন সেন্টারে এর আয়োজন করা হয়। দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এ্যান্ড অপারেশন)

মোহাম্মদ হেমায়েতুল ইসলা, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও দিনের আলো হিজরা সংঘের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শরীফ সুমন। প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন,আমাদের সমাজে কাউকে পেছনে ফেলে বা অবহেলা করে উন্নতি করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের প্রতিভা আছে তারাও ভালো কাজ করতে পারে। কিন্তু আমাদের মানুসিক বোধের জায়গা থেকে তৃতীয় লিংঙ্গ বা হিজরা আমরা বলি তাদেরকে পরিবার থেকে শুরু করে সমাজে অবহেলিত হতে হয়। বর্তমান সরকার সকলকে নিয়ে এগিয়ে নিতে নানান কাজ করছেন। ইতোমধ্যে সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর গেজেট প্রকাশ করেছেন। এছাড়াও ভোটার হিসেবে তাদের স্বীকৃতি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে নানান কাজে লাগানো হচ্ছে। তারাও আর চাঁদাবাজি বা অন্যকিছু করে বাঁচতে চাইনা। হিজরা সম্প্রদায়ের লোকজনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভাগীয় কমিশনার আরো বলেন,আমরা সরকারি ভাবে বা বেসরকারি ভাবে তাদেরকে বিভিন্ন সেক্টরে কাজে লাগানোর চেষ্টা করবো। বিভিন্ন প্রকল্প দিয়েও তাদের আত্মকর্মসংস্থানের জন্য সুযোগ করে দিতে পারি। তিনি যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার কথা জানান। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করে আগত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য কি ধরনের চাকরির ব্যবস্থা রাখা হয়েছে তার খোঁজ খবর নেন। চাকুরী মেলায় ১০ বেসরকারি প্রতিষ্ঠান স্টল অংশ গ্রহণ করে হিজড়া সম্প্রাদায়ের আগ্রহী চাকুরী প্রার্থীদের সিভি জমা নিয়েছেন। সেখান থেকে বেছে যোগ্যতা সম্পন্নদের চুকুরী প্রার্থীদের চাকুরী দেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102