কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৯ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন মোট ৮৮ জন। এদের মধ্যে ৪০ জন সভাপতি এবং ৪৮ জন সাধারণ সম্পাদক। মনোনয়ন বিক্রিতে দলের আয় হয়েছে প্রায় ৭ লাখ ৮৪ হাজার টাকা।
সাতানী ইউনিয়ন
বিএনপি সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ১/দেলোয়ার হোসেন দারগা, ২/উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান হীরা ৩/ রবিউল ইসলাম টুলু।
সাধারন সম্পাদক পদপ্রার্থী হয়েছেন, ১/ ডি এম রাসেল, ২/ রুবেল মিয়া, ৩/ মাইনুদ্দিন শিকদার ৪/ আক্তার মিয়া।
কলাকান্দি ইউনিয়ন
কলাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি পদে ছয়জন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদপ্রার্থী হয়েছেন ১/মোঃ শহিদুল্লাহ, ২/ মোয়াজ্জেম হোসেন, ৩/ হাবিব সরকার, ৪/ আনিস সরকার, ৫/ কামাল হোসেন ৬/ জসিম উদ্দিন।
সাধারন সম্পাদক পদ প্রার্থী হয়েছেন, ১/ আলমগীর হোসেন,২/ হাসান মাহমুদ অপু ৩/ নাজমুল সরকার ৪/ আনোয়ার হোসেন বাবুল।
ভিটিকান্দি ইউনিয়ন।
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি পদে চারজন ও সাধারন সম্পাদক পদে নয়জন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ১/ মোঃ ফরিদ সরকার, ইউনিয়ন ২/ বিএনপি’র সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকা, ৩/ সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি হানিফ মুন্সি ৪/ মফিজুল ইসলাম সরকার
সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ১/ সাবেক ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ যুবরাজ ইসলাম রাসেল, ২/ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার, ৩/ আব্দুস সালাম মেম্বার, ৪/ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান ৫/ বিল্লাল হোসেন মোল্লা, ৬/ ডা.আলী হোসেন, ৭/ হুমায়ুন কবির, ৮/ এমদাদ হোসেন, ৯/মোঃ শাহিন সরকার।
নারান্দিয়া ইউনিয়ন
নারান্দিয়া ইউনিয়ন বিএনপি শাখা’র সভাপতি পদে পাঁচজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ১/ নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম,
২/ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাইনুদ্দিন সরকার খুশু, ৩/ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ৪/ মোঃ সিয়াম, ৫/ আব্দুল মমিন মেম্বার।
সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ১/ সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম প্রধান, ২/ ফরিদ মেম্বার, ৩/ সদস্য সচিব আরিফুজ্জামান হানিফ, ৪/ সেচ্ছাসেবক দলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন।
জগতপুর ইউনিয়ন
জগতপুর ইউনিয়ন বিএনপি শাখা’র সভাপতি পদে দুইজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ১/ আক্তারুল হক মাস্টার, ২/ সানাউল্লাহ।
সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ১/ মোঃ হাবিব, ২/ নুরুল ইসলাম, ৩/ মোঃ মহসীন, ৪/ শিবলু।
বলরামপুর ইউনিয়ন
৩নং বলরাপুর ইউনিয়ন বিএনপি শাখা’র সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ১/ মোজাম্মেল হক মজনু পাটান, ২/মনিরুল ইসলাম, ৩/ জাহাঙ্গীর আলম।
সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ১/ নজরুল ইসলাম, ২/ তোফাজ্জল ইসলাম তপন ভূঁইয়া, ৩/ আব্দুল সাত্তার, ৪/ নূর আলম।
কড়িকান্দি ইউনিয়ন
৪নং কড়িকান্দি ইউনিয়ন বিএনপি শাখা’র সভাপতি পদে চারজন ও সাধারন সম্পাদক পদে পাঁচজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ১/ শফিকুল ইসলাম ভূঁইয়া,২/ জুয়েল শিকদার, ৩/ মোহর মুন্সি, ৪/ মিজানুর রহমান ভুলু শিকদার।
সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ১/ নজরুল ইসলাম, ২/ হাসান মোল্লা, ৩/ খলিলুর রহমান মেম্বার, ৪/ আপেল মুন্সী, ৫/অহিদুল্লা, ৬/ আব্দুল বাতেন।
মজিদপুর ইউনিয়ন
মজিদপুর ইউনিয়নে সভাপতি প্রার্থী ৬ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ৫ জন।
সভাপতি প্রার্থী পদে ১/ মাজেদুল ইসলাম মিন্টু, ২/ মোঃ শামীম সরকার, ৩/ মো:আকতার বেপারী, ৪/ তাইজুল ইসলাম বাদল, ৫/ মো:কামাল ৬/ মো:বাবুল।
সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হলেন ১/ মোঃ আবুল কাশেম বাবুল, ২/ মোঃসাইদুর রহমান বিজয়, ৩/ মোঃ মিজান মেম্বার, ৪/ তন্ময় হাসান কাজল ৫/ আবুল হাশেম।
জিয়ারকান্দি ইউনিয়ন
৯নং জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি শাখা’র সভাপতি পদে ছয়জন ও সাধারন সম্পাদক পদে পাঁচজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
সভাপতি পদে প্রার্থী হলেন,১/ মো.মকবুল হোসেন সরকার, ২/ জামাল উদ্দিন প্রধান,৩/ মো.সেলিম মোল্লা, ৪/ ইসমাইল প্রধান, ৫/ আবদুল হালিম সরকার, ৬/ আবদুর রহমান মাষ্টার।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন, ১/ মনিরুল হক মনু মেম্বার, ২/ মো.আলী হোসেন ভেন্ডার, ৩/ দেলোয়ার হোসেন প্রধান, ৪/ মনিরুল হক আখন্দ, ৫/ শফিকুল ইসলাম।