মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন (৪৫)। সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর হোসেন মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্যক্তিগত মোটরসাইকেল যোগে কালীগঞ্জে যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাক সামনে থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি জানাজানি হলে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে নিয়মিতভাবে যানবাহনের বেপরোয়া চলাচল এবং অপ্রতুল ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে চরম শোক ও আহাজারি। এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর ভূমিকা ও স্থানীয়দের সচেতনতার দাবি উঠেছে।