জীবনের সাফল্যের চূড়ায় পৌছাতে প্রত্যেকটি মানুষের প্রচেষ্টার ওপর নির্ভর করে। এই
প্রচেষ্ঠার মাধ্যমে মানুষের জীবনের সেই লক্ষে সাফল্যের ধারপ্রান্তে পৌছিয়ে দেয়।
তবে যাহার মধ্যে মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর বিকাশে বদ্ধপরিকর এই স্লোগানকে ধারণ করে হাঁটি হাঁটি পা পা করে “রয়েল পাবলিকেশন” সামনে এগিয়ে চলছে।
গত ২ মে ২০২৫ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে রয়েল পাবলিকেশন কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মাননা -২০২৫ অনুষ্ঠিত হয়েছিল।
উক্ত সাহিত্য সম্মননা অনুষ্ঠানে রয়েল পাবলিকেশন”র প্রকাশক মো:মনিরুল ইসলাম (রয়েল) এর সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুননিস্ট,রম্য সাহিত্যিক ও ‘উম্মাদ’-এর সম্পাদক আহসান হাবীব,বিশিষ্ঠ শিশুসাহিত্যিক কবি আসলাম সানি,
বীজবিস্তার ফাউন্ডেশনের সভাপতি ড.এম এ সোবহান এবং রয়েল পাবলিকেশনের প্রধান উপদেষ্টা সায়রা সুলতানা অপু।এছাড়াও একঝাঁক দেশবরেণ্য লেখক,কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বইমেলা ২০২৫ এ প্রকাশিত সম্পন্ন ক্যাটাগরিতে ১৬ জন লেখককে সেরা পান্ডুলিপি পুরুষ্কার ও ২ জন প্রচ্ছদ শিল্পীসহ মোট ১৮জনকে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়।
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ড দড়িকান্দি গ্রামের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মাসুদ রানার হাতে লেখা দুটি বই “তোমার লেখা কাব্যগ্রন্ত” ও “রক্তাক্ত জুলাই” রয়েল পাবলিকেশনে প্রকাশিত হয়েছে।
তিনি একজন ইঞ্জিনিয়ার তবুও নিজের মেধাকে বিকশিত করতে সবসময় কবিতা ও সাহিত্যিকের বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্ত আর কবিতা লিখে লেখক ও কবি হিসেবে খুব পরিচিত লাভ করছেন।
তাছাড়াও দীর্ঘবছর ধরে কয়েকটি সামাজিক সংগঠনেও রয়েছেন জড়িত।অনেক ব্যস্ততার মধ্যদিয়েও সামাজিক কার্যকলাপে ছুটে যান গরিব অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়াতে।
কিছু মাস পূর্বে কুমিল্লায় ভয়াবহ বন্যায় অনেক ঘরবাড়ি ডুবে যায়।
আমরা দেখেছি সেখানে সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধতায় ইঞ্জিনিয়ার মাসুদ রানার অত্যান্ত কঠোর ভূমিকা ছিল।
মাসুদ ও তাহার সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে বন্যার বুক সমান পানিতে নেমে ঘরে ঘরে ত্রাণ পৌছাতে মরিয়া ছিলেন।
এই বাস্তবতা আমাদের সকলকে এখনো নাড়া দিয়ে যা তাদের এই কার্যকলাপ ইতিহাসের পাতায় সবসময় লেখা থাকবে।
ইঞ্জিনিয়ার মাসুদ রানার নিকট জানতে চাইলে তিনি বলেন আমি আমার দেশ নিয়ে ও দেশের মানুষকে নিয়ে এভাবে সামনে আরো এগিয়ে যেতে চাই।
এই দেশের মাটি ও মানুষ আমাদের গর্ব।
আর এদেশের মাটি ও মানুষ কে নিয়ে লেখালেখির মাধ্যমে তুলে ধরে মানুষের সামনে এক রচনার সৃষ্টি করে যেতে চাই।