নিজস্ব প্রতিনিধি, প্রিয়া চৌধুরী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মুগদা থানার মদিনাবাগ ও মান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেন রাস্তায় ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছিল। এতে। পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় যানজটের কারণে সাধারণ জনগণের চরম ভোগান্তির শিকার।হন।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকান বসিয়ে। পথচারীদের বিঘ্ন সৃষ্টি করা হয় বলে। জানিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে ৭ মে ২০২৫, সকাল১১ টা থেকে দুপুর ২টায়।
পর্যন্ত অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন মাতিঝিল বিভাগ সংক্ষিপ্ত বিচার আদালত। মহিদুল রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান
অভিযানে অবৈধভাবে
মেন রাস্তা ফুটপাত দখলকারী ১৪।জন দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং তাদের সবার। কাছ থেকে ২০০০।টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ মানুষের চলাচল। নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।