১০/০৫/২৪ ইং তারিখ দিবাগত রাতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে
বৈষম্য বিরোধী মামলার এজাহারনামীয় ৮৯ নং
আ সামি আঃ হক মিয়া(৪৫), পিতা- মৃত হানিফ বেপারী, মাতা- মৃত নুর নাহার, সাং- ২য় দশআনী পাড়া, ৫নং ওয়ার্ড, ২নং জগতপুর ইউপি, থানা তিতাস এবং এজাহারনামীয় ৪৬ নং আসামি মোঃ রাসেল মিয়া(৪৫), পিতা- নজরুল ইসলাম, মাতা- মারজিয়া বেগম, সাং- ইউসুফপুর পশ্চিম পাড়া, ভূইয়া বাড়ী, ৬নং ওয়ার্ড, কড়িকান্দি ইউপি, থানা-তিতাস, জেলা- কুমিল্লাকে থানা-তিতাস, জেলা- কুমিল্লাকে তাদের বসতবাড়ি হতে গ্রে প্তার করে।
গ্রে ফতারকৃত আসামি আ: হক মিয়া ২নং জগতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ৫নং ওয়ার্ড মেম্বার এবং গ্রে ফতারকৃত আসামি রাসেল মিয়া ৪নং কড়িকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী ও বর্তমান ৬নং ওয়ার্ড মেম্বার বলে জানা যায়।