কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নব- নির্বাচিত নেতাদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর পরে ২ নং জগতপুর ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নব-নির্বাচিত নেতাদেরকে ফুল দিয়ে বরন করে নেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার।
গতকাল রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মুন্সি আমিরুল ইসলাম মানিকের বাতাকান্দি বাজারস্থ বিএনপির আঞ্চলিক কার্যালয়ে জগতপুর ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ
কমিটির নব-নির্বাচিত নেতাদেরকে ফুলেল সংবর্ধনা দেন, জগতপুর ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেন জগতপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সিনিয়র সহসভাপতি মো.ছানা উল্লাহ। জগতপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি আক্তারুল হক মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী মকবুল হোসেন, স্বাগত বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুন্সি আমিরুল ইসলাম মানিক। উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জগতপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো.সানা উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান মেম্বার,সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম,জগতপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তবীল চেয়ারম্যান, বিএনপি নেতা মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি
নাছির উদ্দীন ভূইয়া,জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম- আহবায়ক রুহুল আমিন, রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক মো.নাছির উদ্দিন মুন্সি, শ্রমিক দলের যুগ্ম – আহবায়ক আরিফুল ইসলাম মুন্সি,
জাসাসের যুগ্ম- আহবায়ক তোফায়েল হোসেন তপু,জগতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মুন্সী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর ছাত্তার মিয়া,সিনিয়র সহ;সভাপতি মো.বিল্লাল হোসেন, বিএনপি নেতা রমজান আলী, স্বপন মিয়া,
জগতপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবু হাসান ভূইয়া প্রমুখ।