মোঃ লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ার আলামপুরে হাইওয়ে পুলিশের থানার সামনে দাঁড় করিয়ে রাখা হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, কয়েক দিন আগে কুষ্টিয়ার মিরপুরে দুর্ঘটনায় পতিত হয়েছিল বাসটি। সেখান থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ তাদের থানার সামনে মহাসড়কের পাশে রেখেছিল।
সেখান থেকে কেউ বাসটিতে আগুন ধরিয়ে দিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসও এ ব্যাপারে কাজ করছে।