কুমিল্লা জেলা তিতাস উপজেলা বাতাকান্দিতে ঘটনা সম্পর্কে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর বাংলা বিষয়ে পাঠদান চলাকালে বাতাকান্দি সেবা মাল্টিমিডিয়া স্কুলের সহকারী শিক্ষক রাহাতুল ইসলাম সৌরভ শ্রেণিকক্ষে কথা বলার অপ-রাধে রোহানকে স্কেল দিয়ে আ*ঘাত করে। স্কেলটি রোহানের ডানচোখে আ*ঘাত আনলে রক্তক্ষরণ শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ফার্মগেটের ইসলামি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশন শেষে ডাক্তার জানায় রোহান তার ডানচোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। পরবর্তীতে বিষয়টি মাম-লায় গড়ায়।
দীর্ঘ আট মাস পর, রবিবার রাতে উপজেলা বাতাকান্দি গ্রাম থেকে শিক্ষক রাহাতুল ইসলাম সৌরভকে আটক করে থানা পুলি-শ। সে বাতাকান্দি গ্রামের সরকার বাড়ির মো. মোতাকাব্বিরের ছেলে এবং বাতাকান্দি সেবা মাল্টিমিডিয়া স্কুলের সহকারী শিক্ষক। দৃষ্টিশক্তি হারানো শিক্ষার্থী ফারহান ইসলাম রোহান উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের ওমান প্রবাসী মো. রবিউল ইসলামের ছেলে ও সেবা মাল্টিমিডিয়া আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।