সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে বাঁচাতে তৎপর উপসচিব ভাই আলমগীর কবির সাভারে আগুনে দগ্ধ অসহায় মায়ার চিকিৎসায় বিএনপি নেতা -খোরশেদ আলম

সাংবাদিক আওলাদ হোসেনকে গ্রেফতারের ঘটনায় উত্তাল কিশোরগঞ্জ – নিঃশর্ত মুক্তির দাবি সাংবাদিক সমাজের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে—ঘটনাটি এখন গোটা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগের জন্ম দিয়েছে। গ্রেফতারকৃত সাংবাদিক আওলাদ হোসেন, যিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত, তাকে সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানিয়েছেন।

জানা গেছে, ঘটনার সময় আওলাদ হোসেনসহ কয়েকজন সাংবাদিক স্থানীয় প্রশাসনিক কার্যক্রম কাভার করছিলেন। তখনই পুলিশ তার ওপর চড়াও হয়ে বিনা কারণে গ্রেফতার করে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, “আওলাদ ভাই কিছু ভুল করেননি, আমরা সবাই একসঙ্গে কাজ করছিলাম। আচমকা পুলিশ তাকে আক্রমণ করে ধরে নিয়ে যায়।”

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের এই প্রবণতা গণতন্ত্রের জন্য চরম হুমকি। আওলাদ হোসেনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় সারাদেশে সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

এদিকে, প্রশাসনের এমন আচরণে সাধারণ জনগণের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, সাংবাদিকদের হয়রানি করে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে জনগণের আস্থা হারাবে প্রশাসন। একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে টেনে হিঁচড়ে গ্রেফতার করা কেবল অমানবিক নয়, এটি সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

আমরা প্রশাসনের প্রতি জোরালো বার্তা দিতে চাই—“বাড়াবাড়ি কখনোই মঙ্গল বয়ে আনে না।” অবিলম্বে আওলাদ হোসেনকে মুক্তি দিতে হবে এবং যারা এ ঘটনায় জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।

সাংবাদিকের প্রতি অন্যায় মানে—গণতন্ত্রে আঘাত। আমরা এর প্রতিরোধে অবিচল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102