নাটোর: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার (১২ মে ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আসমা শাহীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম। তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট, পশু পরিবহন এবং সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার শিশু জুই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন এবং এসব কার্যক্রমে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, যৌথ বাহিনীর প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।