কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা তিতাস উপজেলা নারান্দিয়া ইউনিয়ন আসমানিয়া বাজারে ১২ মে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর ওএম এস চাল পাচার করার সময় আসমানিয়া বাজারের একজন প্রশাসন কে কল করিলে তৎক্ষণাৎ তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন ও এসিল্যান্ড মিলন চাকমা এবং তিতাস থানা পুলিশ টিমসহ সরজমিনে এসে ট্রাকসহ ৪০ বস্তা ওএমএস চাউল আটক করা হয়।
তিতাসের কালিপুর গ্রামের কৃতিসন্তান ওএমএস”র ডিলার কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম কে ফোন দিয়ে আনা হয়।
প্রায় ৪ ঘন্টা যাবৎ যাচাই বাছাই করার পর জহিরুল ইসলাম যদেষ্ট প্রমাণ দিতে না পারায় এবং নিজে শিকারুক্তি দিয়েছে প্রশাসনের কাছে।
সেই শিকারুক্তি অনুযায়ী কয়েকটি ধারায় তাকে তিন মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা নগদ জড়িমানা করা হয়।
সর্বশেষ তিতাস উপজেলা নির্বাহি অফিসার সুমাইয়া মমিন তাকে তিতাস থানায় পুলিশ মাধ্যমে নিয়ে যাওয়া হয়।