হোমনা-গৌরীপুর হয়ে কুমিল্লা সড়কে ১২ মে সোমবার সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পারমিটবিহীন ‘রুপালী সুপার সার্ভিস’ নামক একটি নতুন পরিবহন কোম্পানির ৪০টি মিনিবাস। বাগমারা (হোমনা) এবং শাসনগাছা (কুমিল্লা) থেকে বাসগুলো চলাচল শুরু করে। তবে এ পরিবহন চালুর সাথে সাথেই জনমনে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ, উদ্বেগ ও আশঙ্কা।
দীর্ঘদিন ধরে এই সড়কে সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসছে ‘একতা সার্ভিস’। বর্তমানে এ রুটে প্রতিদিন চলছে একতা পরিবহনের ৬০টি বাস, হোমনা সুপার সার্ভিসের আরও ৬০টি বাস, প্রায় ১০ হাজার সিএনজি অটোরিকশা ও অগণিত ব্যাটারিচালিত যানবাহন। সরু ও ব্যস্ত এই রোডে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, আর যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
এই পরিস্থিতিতে নতুন করে আরও ৪০টি পারমিটবিহীন মিনিবাস নামানোয় পরিবহন খাতে বিশৃঙ্খলা ও সংঘাতের আশঙ্কা করছেন সকলে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বাস চলাচল শুরু হওয়ায় পরিবহন খাতের বৈধ পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
হোমনা পরিবহন মালিক সমিতির সভাপতি মনির হোসেন বলেন, “আজ যে রুপালী সুপার সার্ভিসের বাসগুলো হোমনা-কুমিল্লা রোডে চালু হয়েছে, সেগুলোর কোনো পারমিট নেই। সম্পূর্ণভাবে অবৈধভাবে এগুলো সড়কে চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
জনসাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধি মহল মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা ও পরিবহন খাতে দাঙ্গা-হাঙ্গামা বেড়ে যাবে। হোমনা-কুমিল্লা সড়কে জননিরাপত্তা ও পরিবহন শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।