কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার দড়িগাও মোহনপুর ভাজরা ও দুধঘাটা এলাকায় এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে যেন সোনালী স্বপ্নের ছোঁয়া, কিন্তু সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা।
দড়িগাঁও থেকে ভাজরা গ্রামের মধ্যকার একমাত্র চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় মাঠের ভুট্টা ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। বিকল্প ব্যবস্থা না থাকায় ভুট্টা পরিবহনে গুনতে হচ্ছে দ্বিগুণ খরচ। ফলে একদিকে ফসলের বাম্পার উৎপাদন, অন্যদিকে তা ঘরে তোলার ব্যয়বৃদ্ধি—দুইয়ের মাঝে আটকে পড়েছেন তিতাসের পরিশ্রমী কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, বিগত বছরগুলোতে ইরি ধান চাষ করে আশানুরূপ দাম না পাওয়ায় তারা এবার ঝুঁকেছেন ভুট্টার দিকে। একজন কৃষক জানান, তিনি এ বছর ১৫ কানী জমিতে ভুট্টা চাষ করেছেন এবং কানীপ্রতি ৩০ থেকে ৩৫ মণ ফলন আশা করছেন। প্রতি মণ ভুট্টা ১,০৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা তাদের জন্য লাভজনক হলেও ভাঙা রাস্তার কারণে লাভের অঙ্কে পড়ছে কাটছাঁট।
কৃষকদের দাবি, সরকারের পক্ষ থেকে দ্রুত এই ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলে তারা ফসল ঘরে তুলতে পারবেন সহজে ও কম খরচে। একই সঙ্গে আগামী বছর দ্বিগুণ জমিতে ভুট্টা চাষের উৎসাহও পাবেন।
এদিকে, তিতাসের দড়িগাও মোহনপুর এলাকার এই জনদুর্ভোগ স্থানীয় প্রশাসনের নজরে না এলে কৃষকের কষ্ট বাড়বে বলেই আশঙ্কা করছেন সচেতন মহল।
ভুট্টার বাম্পার ফলন তিতাসের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আগে প্রয়োজন মৌলিক অবকাঠামোবিশেষ করে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কার করা।