নিজস্ব প্রতিবেদক: সাহাবুল আলম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক স্তর। এ পর্যায়ের মানোন্নয়ন ছাড়া জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।” মঙ্গলবার (১৩ মে) নাটোরের বড়াইগ্রামে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন।
তিনি বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পড়া-খেলা উৎসব ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
পরবর্তীতে “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয়” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ, এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিকে নাটোরে প্রাথমিক শিক্ষা উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।