কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসের ২ নং
জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রাজ্জাক ভূইয়া’র জানাজায় মানুষের ঢল নেমে আসে।গতকাল মঙ্গলবার বাদজোহর নামাজের পর উপজেলার জগতপুর মানবকল্যাণ ফাউন্ডেশন মসজিদ সংলগ্ন মাঠে মরহুম আলহাজ্ব আবদুর রাজ্জাক ভূইয়া চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল নেমে আসে।গত ১২ মে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৪ সন্তানের জনক আবদুর রাজ্জাক ভূইয়া চেয়ারম্যান মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বড় ছেলে জাকির হোসেন ভূইয়া বাবুল,
মো.ইব্রাহিম ভূইয়া,
ইয়াছিন ভূইয়া,প্রফেসর মো.মফিজুল ইসলাম ভূইয়াসহ তিনি অসংখ্য আত্মীয়- স্বজনসহ গুণগাহী রেখে গেছেন। মরহুম আবদুর রাজ্জাক ভূইয়া চেয়ারম্যানের জানাজা পূর্ব মুহূর্তে তাঁর স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন,মরহুমের ছোট ভাই অবসর প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম ভূইয়া ,মরহুম পিতার জন্য সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য দেন,ছোট ছেলে প্রফেসর মো.মফিজুল ইসলাম ভূইয়া,এছাড়া আরও বক্তব্য দেন,
জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার,বিশিষ্ট সমাজসেবক মো.খোরশেদ ভূইয়া,মো.ছিদ্দিকুর রহমান ভূইয়া,মনির হোসেন মাষ্টার প্রমুখ।
মরহুমের জানাজায়,অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বিশিষ্ট ব্যাংকার হাজী মকবুল হোসেন,সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন চেয়ারম্যান, আবদুর রহমান চেয়ারম্যান,উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন বুলবুল,জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াসউদ্দিন বাবু,
জগতপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন যুব দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তবিল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাজী মহসীন খান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম- আহবায়ক আরিফুল ইসলাম মুন্সি,জগতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান মেম্বার, ওমর ফারুক মেম্বার,
জগতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ছাত্তার মিয়া,সিনিয়র সহ-সভাপতি মো.বিল্লাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক শফিক ভূইয়া, জগতপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবু হাসান ভূইয়া,
ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা।
মরহুমের জানাজায়, ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ফয়জুল্লাহ ছিদ্দিকী।