কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
ঐতিহ্য সাপ্তাহিক বুধবারের বাজারে ইজারাদার ও কাঠ ব্যবসায়ীদের মধ্যে অতিরিক্ত খাজনা আদায় নিয়ে সমস্যা সৃষ্টি হলে একপর্যায়ে সকল কাঠ ব্যবসায়ীরা কাঠ বিক্রি করা বন্ধ করে দিয়েছে।
কুমিল্লা তিতাস উপজেলা বাতাকান্দি একটি ঐতিহ্যবাহী বাজার।
এই বাজারে উপজেলা ও বিভিন্ন জেলা থেকে অনেক ব্যবসায়ীরা এসে থাকেন।
তবে ব্যবসায়ীরা দুঃখের সাথে জানিয়েছেন আমরা অনেক বছর ধরে কাঠ বিক্রি করে আসছি কিন্তু হঠাৎ বর্তমানের ইজাদাররা এসে পূর্বের চাইতে অতিরিক্ত খাজনা ধার্য করেন।
ইজারদাররা খাজনা আদায় করতে আসলে ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে বলেন খাজনা পূর্ববতী যা ছিল তাই যদি না নেওয়া হয় আজ থেকে এই কাঠ বাজার বয়কট করলাম।
১৪ মে বুধবার সাপ্তাহিক কাঠের বাজারটি ঘূরে দেখা যায় সেখানে কাঠ ব্যবসায়ীরা কাঠ বিক্রি করা বন্ধ করে দিয়েছে।
অনেক দূর থেকে ক্রেতারা এসে ফিরে যেতে হচ্ছে। অনেক ক্রেতা জানিয়েছেন বাজারে এভাবে খাজনা বেশি নিলে ব্যবসায়ীরা বাজারে না আসলে বাজার যে কোন মুহূর্তে অধপতন দেখা দিবে।
ঐতিহ্যবাহী এই বাজারটি একটি জনবহুল বাজার।আশে পাশে অনেক গ্রামের মানুষ এখানে এসে বাজার সদাই করে থাকেন।
আবার গৌরিপুর থেকে হোমনা যেতেই এই বাজারটি মেইন রাস্তার পাশে অবস্থিত রয়েছে।
কাঠ বিক্রেতারা বলেছেন ইজাদাররা যে পযর্ন্ত খাজনা আগের অবস্থানে নিয়ে না আসলে এই বাজারে আর আসবোনা এরপর আমরা অন্য বাজারে চলে যাবো।