কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মহাসড়কের সাথে ঐতিহ্যবাহী চান্দিনা একটি জনপ্রিয় বড় বাজার।
যেখানে হাজার হাজার ক্রেতা ও বিক্রেতা এসে থাকেন।
এখানে রয়েছে সরকারি অফিস,বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল,কলেজ, মাদ্রাসা,আবাসিক ভবন এবং চান্দিনা থানাসহ আরো অনেক কিছু।
এই বাজারে ঢাকা -চট্রগ্রাম হাইওয়ে রাস্তা থেকে চান্দিনা বাজারের পশ্চিম মেইন রোড হতে বাজারের পূর্বপ্রান্ত পযর্ন্ত গিয়ে এই রাস্তা থেকে শাখা হয়ে দক্ষণিরে কয়েকটি উপজেলায় রাস্তা গিয়েছে।
হাইওয়ে থেকে নেমে কয়েকটি উপজেলার মানুষ এই বাজারের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।
এই বাজারে যে পরিমাণ মানুষ ও যানবাহন চলাচল করছে সেই হারে চান্দিনা বাজারের রাস্তাটি সবসময় যানযট লেগে থাকে।
সকাল হলেই রাস্তা দিয়ে ব্যবস্য প্রতিষ্ঠান,সরকারী-বেসরকারী,স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীসহ যাতায়াত করতে গিয়ে এই যানযটে প্রতিনিয়ত পড়তে হয়।
জনদূর্ভোগ দূর করতে এই রাস্তাটির যানযট নিরসন করতে রাস্তাটি চওড়া করার জন্য এই চান্দিনার জনগণের দাবি জানিয়েছেন কর্তপক্ষের নিকট।