কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার শহরের চৌদ্দগ্রাম বাজারস্থ মহাসড়ক এবং ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করলেও অবৈধ দখলমুক্ত করা কঠিন হচ্ছে। এছাড়াও থ্রি-হুইলার বা সিএনজির পাশাপাশি এসব অবৈধ দখল মহাসড়কে দীর্ঘ যানজট এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ।
উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন পরিদর্শনে লক্ষ্য করেন যে মহাসড়ক ও ফুটপাত দখল করা উক্ত দোকানগুলোতে পার্শ্ববর্তী দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান দৈনিক ভিত্তিতে টাকার বিনিময়ে বিদ্যুতের পার্শ্ব সংযোগ বা সাইড লাইন দিয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মূল দোকানী বা ব্যবসায়ী তার সামনের ফুটপাত বা মহাসড়ক দখল করে দোকান ভাড়া দিয়েছেন এবং নিজের দোকান থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে মহাসড়ক বা ফুটপাত দখলে সহায়তা করছেন।
কাজেই, জনদুর্ভোগ লাগব এবং জনমনে স্বস্তি ফেরাতে উপজেলা প্রশাসন তৎক্ষণাৎ পিডিবি (ওয়াপদা) কে সাথে নিয়ে যৌথভাবে আজ অভিযান পরিচালনা করেন। এসময় যারা ফুটপাত বা মহাসড়ক দখল করা দোকানে বিদ্যুতের সাইড লাইন/ পার্শ্ব সংযোগ দিয়েছে, এমন ০৪জন দোকানী বা ব্যবসায়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
যারা নিজের দোকানের সামনের ফুটপাত বা মহাসড়ক ভাড়া দিয়েছেন অথবা ফুটপাত বা মহাসড়ক দখল করা দোকানে বিদ্যুতের সাইড লাইন বা পার্শ্ব সংযোগ দিয়েছেন, ধারাবাহিকভাবে তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হবে।
মহাসড়ক এবং ফুটপাত দখলমুক্ত রেখে জনদুর্ভোগ লাগব ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে সংশ্লিষ্টদের সতর্ক বা সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।