কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
১৭ মে শনিবার সকাল সাত টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় দাউদকান্দি গৌরীপুরের সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে।
“খেলা ধুলোয় বিচরণ করি ধুমপান মুক্ত জীবন গড়ি” শ্লোগানে উচ্ছসিত প্রানবন্ত ও মুখরিত খেলায় অংশ গ্রহণ করে অধূমপায়ী ফোরাম (অফ) একাদশ ও নয়া দিগন্ত প্রিয়জন সমাবেশ একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক খেলায় অধূমপায়ী ফোরাম (অফ) একাদশ ৩ গোল ও নয়া দিগন্ত প্রিয়জন সমাবেশ ২ টি গোল করতে সক্ষম হয়।
রেফারি ছিলেন ফোরামের উপদেষ্টা সুশীল সমাজের প্রিয় মুখ মোঃ শাহআলম।
অধূমপায়ী ফোরাম (অফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হানিফ খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি বৃন্দের মাঝে বক্তব্য রাখেন চারবারের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত এ.আই.পি.অধ্যাপক মতিন সৈকত, মতলব দক্ষিণ থানার ওসি আরেকটি অধূমপায়ী সংগঠনের সংগঠক মোঃ সালেহ আহমেদ, উপদেষ্টা বৃন্দের মাঝে মিজানুর রহমান তালুকদার, গোলাম মোস্তফা ভুইঁয়া ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম স্বপন,
দূর্বাঘাস সাহিত্য সংসদের সভাপতি ও সাবেক দুদক কর্মকর্তা কবি ওয়াহিদুজ্জামান জামান ওয়াহিদ, তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অধূমপায়ী ফোরাম (অফ) এর কার্যকরী সদস্য গাজী মাজহারুল ইসলাম, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার।
বিজয়ী দলে গোলকিপার ছিলেন অধূমপায়ী ফোরাম (অফ) এর সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক এইচএম শরিফুল ইসলাম, নয়া দিগন্ত
প্রিয়জন সমাবেশ একাদশের পক্ষে স্টাইকার ছিলেন নেদারল্যান্ড প্রবাসী বোরহান উদ্দিন মোল্লা।
খেলায় অংশ গ্রহণ ও মঞ্চে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন