কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার জেলা মেঘনা উপজেলার মোল্লাকান্দি গ্রামে প্রবাসীর ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
প্রবাসী মো:কামালের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে এই আগুন লাগিয়েছে পার্শ্ববর্তী এক প্রতিবেশী। তিনি অভিযোগ আরো অভিযোগ করে বলেন তার সাথে আমার জায়গা সংক্রান্ত বিরোধ ছিল।
সেই বিরোধের জের ধরে আমার বাড়িতে ১৬ মে আনুমানিক মধ্যরাতে বাড়িতে আগুন লাগায় বলে সন্দেহজনক অভিযোগ।
আমার অন্যজনের সাথে কোন শত্রুতা নাই।
আমার একটি বাড়ি আগুন দিয়ে পুড়ানো এর প্রতিবাদ জানাচ্ছি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দূর্বৃত্তদের আইনের আওতায় এনে সঠিক বিচার চাই।