কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (এস-১২০৬৮) তিতাস উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ মে সকাল ১১ টায় গৌরীপুর বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি তিতাসের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, চান্দিনা উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান,দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল, শেখ ফরিদ, মোক্তার হোসেন শাহনেওয়াজ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তিতাস উপজেলা শাখার বর্তমান সভাপতি ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নাজমুল হোসেন মুরাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান, আলী আহমাদ, শংকর চন্দ্র সূত্রধর, তাইজুদ্দিন আহমদ খোকন, মনির হোসেন, মোঃ বাহাউদ্দীন, রনজিত দেবনাথ, মাধব ঘোষ, আঃ হালিম, সেলিম মিয়া, মতিউর রহমান, মোহাম্মদ আলী, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মোস্তফা ও ফরিদ উদ্দিনসহ ৫০ এর অধিক শিক্ষক।
এসময় অতিথিবৃন্দ বলেন, আমাদের দাবি কর্মজীবনের শুরু থেকেই অর্থ্যাৎ এন্ট্রি লেভেল থেকেই সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দিতে হবে। আর উচ্চতর গ্রেড পাওয়ার যে জটিলতা রয়েছে তা নিরসনসহ প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারি শিক্ষকদের পদোন্নতি দিতে হবে। বর্তমানে সহকারি শিক্ষকরা ১৩তম গ্রেডে ও প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন।
বর্তমানে শিক্ষকরা তাদের দাবিগুলো আদায়ের জন্য দেশব্যাপী আন্দোলন করছেন।
তাদের কর্মসূচিগুলো হলো- ১৫ মে পর্যন্ত ক্লাসে দিনে এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে, আর ২১ থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন সারাদেশের শিক্ষকরা। এ ছাড়াও ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে জানা গেছে।
জানা গেছে, সারাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।
সবশেষে তিতাস উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
এসময় সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিশিষ্ট সংগঠক মোঃ ইকবাল হোসেনক সভাপতি, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক ও মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মোঃ তোফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।