কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে।আজ ১৭ মে, শনিবার বিকাল ৫ টায় তিতাস উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
মো.শাহানেওয়াজ মুক্তার(প্রধান শিক্ষক,ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)কে সভাপতি ও
কাজী নাজমুল হক(প্রধান শিক্ষক, জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়)কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক
নির্বাচিত হোন, তানজিনা আক্তার(প্রধান শিক্ষক মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়),
অর্থ সম্পাদক রোকসানা আকতার( প্রধান শিক্ষক, পুর্ব দড়িকান্দি হাজী তারা মিয়া সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়),দপ্তর সম্পাদক মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা(প্রধান শিক্ষক শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়)।ঘোষিত কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।