কুষ্টিয়ার ভেড়ামারায় শশুর বাড়িতে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে আলিফ মন্ডল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়ার বাসিন্দা তোতা মন্ডলের ছেলে। আজ ১৭ই মে শনিবার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়ায় আত্মীয়ের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। বেলা ৩ টার দিকে এলাকাবাসীর সাহায্যে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গতকাল শনিবার আলিফ শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর দুই চাচাতো ভাই আকাশ ও রিপনের সাথে হাটখোলাপাড়া সংলগ্ন পদ্মা নদীতে ঘুরতে যায়। সে তার দুই আত্মীয়ের সাথে বেলা ১টার দিকে ডিঙ্গি নৌকায় পদ্মা নদীর অপরপ্রান্তে পার হয়।
সেখানে সে রিপন ও আকাশকে গোসল করার কথা বললে তারা গোসলে নামে। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় আলিফ তলিয়ে যায়।১০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর রিপন ও আকাশ এলাকার লোকজনকে জানায়।এলাকার লোকজন এসে প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজির পর আলিফের লাশ বেলা ৩টার দিকে উদ্ধার করে।
আলিফের সাথে গোসল করতে যাওয়া রিপন জানান, মূলত আলিফ তাদেরকে নদীতে গোসলের জন্য অনুরোধ করলে তারা গোসলে রাজি হয়। গোসলের একপর্যায়ে হঠাৎ আলিফ হারিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলিফের চাচা সানোয়ার মন্ডল জানান,পদ্মা নদীতে গোসলে গিয়ে আমার ভাতিজা সাঁতার না জানার কারণেই মূলত পানিতে ডুবে মারা গেছে।