কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের মাছুমপুর
রওজাতুল উলুম মজিদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে আজ রবিবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের মাছুমপুর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে মাছুমপুর রওজাতুল উলুম মজিদিয়া হাফিজিয়া
মাদরাসা ও এতিমখানার নব-নির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাছুমপুর রওজাতুল উলুম মজিদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা
কমিটির নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন বুলবুল ও সন্মানিত অতিথির বক্তব্য রাখেন অত্র মাদরাসা ও এতিমখানা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জগতপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম প্রমুখ।এসময় তাঁরা বক্তৃতায় বলেন,আগের কমিটির সভাপতি আবদুর রহমান চেয়ারম্যান তাঁর মনগড়া মতো এবং একই ফ্যামিলীর লোক দিয়ে
রওজাতুল উলুম মজিদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে নুরানি ও হেফজ বিভাগ
বাদ দিয়ে তিনি এবতেদায়ী বিভাগ চালু করায়,বর্তমানে মাদরাসা টি বন্ধ হয়ে যাওয়ার পথে চলে গেছে। তিনি গ্রামবাসীর কোন প্রকার মতামত না নিয়ে তাঁর মনগড়া মতো এই কাজ করেছে, সেটা আমরা মানি না। অনেক কষ্টের বিনিময়ে জমিদাতা মরহুম আবদুল মজিদ মালের কাছ থেকে জমি চেয়ে এনে তাঁর নামেই মাদরাসা ও এতিমখানাটি গড়ে তুলেছেন মাছুমপুর গ্রামবাসী। সেজন্যেই জমি দাতার নামে মাদরাসা ও এতিমখানার নাম করণ করা হয়েছে।আর সেই নাম বাদ দিয়ে এখানে এবতেদায়ী মাদরাসা বিভাগের দরকার নাই।
মাছিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো.জয়নাল আবেদীন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাছিমপুর গ্রামের কৃতিসন্তান মাওলানা মো.নাছির উদ্দিন (মাছুমপুরী),মাদরাসা জমি দাতা মরহুম আবদুল মজিদ মালের বড় ছেলে মো.আবুল কাসেম মাল।মাছুমপুর গ্রামের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মো.গিয়াস উদ্দিন,আলাউদ্দিন, আবুল কালাম, আবুল কাসেম মাল,জয়নাল আবেদীন, কামাল হোসেন,
মোকবুল হোসেন,আবদুল জলিল, মনির হোসেন,আলাউদ্দিন, আলী হোসেন, গিয়াসউদ্দিন, মো.মনির হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।এরপর অত্র মাদরাসা ও এতিমখানা কমিটির নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন বুলবুল, সিনিয়র সহ-সভাপতি ও জগতপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপস্থিত গ্রামবাসী।