কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
তিতাসের বড় গাজীপুর গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বাবা ছেলে আটক।
রবিবার দিবাগত রাতে উপজেলার বড় গাজীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে তিতাস থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান কালে বড় গাজীপুর গ্রামের আব্দুল মোরশেদ ও তার ছেলে মোশারফ হোসেনকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাপ ছেলে মিলে দীর্ঘদিন যাবত ঐ এলাকাতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটকের পর রাতেই তাদেরকে তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।