ভেড়ামারা প্রতিনিধি, রতন কুমার ঘোষ
ভেড়ামারা হিসনা ব্রিজ থেকে শাপলা চত্বর পর্যন্ত দুই পাশের ড্রেনের উপরে ফুট ওয়াকিং টাইলস্ এর কাজের শুভ উদ্বোধন করলেন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামসাহেব। এই রাস্তা নির্মাণের জন্য কাজশুরু করেছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র জনাব আনোয়ারুল কবির টুটুল,, রেলবাজারের দোকানদারদের দোকানপাট অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা উন্মুক্ত করে দিয়ে গিয়েছিলেন,ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেলগেট থেকে হিসনা ব্রিজ পর্যন্ত,
রাস্তা প্রশস্ত করণের জন্য, বর্তমানে তিনি মেয়র পদে বহাল নেই,,, কিন্তু যে জায়গা তিনি উন্মুক্ত করে দিয়ে গিয়েছিলেন সেই জায়গাতে নকশা এবং ডিজাইন অনুযায়ী, রাস্তা ও ড্রেন,ফুট ওয়ার্কিং টাইলস কাজ হচ্ছে কি ?
ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম সাহেব ভেড়ামারা পৌরসভার সকল উন্নয়নমূল কাজ। ভেড়ামারা উপজেলার,সকল উন্নয়ন কাজ যেভাবে তদারকি করছেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন ভেড়ামারা পৌরবাসী, ভেড়ামারা উপজেলা বাসী আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা ভেড়ামারা উপজেলা বাসী তার কর্মময় জীবনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করি।