কুমিল্লার তিতাসে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (মূল্যায়ন ও পরিবীক্ষণ), (যুগ্মসচিব), মো. শাহ্ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।