কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক।আটককৃত মাদক কারবারি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের ওমর আলী শাহের ছেলে উজ্জ্বল শাহ।এসময় তার দুই পায়ে পেঁচিয়ে রাখা ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া থেকে জগশ্বর গ্রামে যাওয়ার পথে উজ্জ্বল শাহকে গাজা সহ গ্রেফতার করা হয়। এসময় উজ্জল শাহের পায়ে পেঁচিয়ে
৯০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করি। অভিযানে গাঁজাসহ মাদক কারবারি উজ্জল কে আটক করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দেওয়া হয়েছে।