কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা তিতাসের বাতাকান্দি বাজার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানে সেমিস্টার পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম জাকির সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান
উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মুন্সি আমিরুল ইসলাম মানিক।
অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শামসুল হক সুমনের পরিচালনায় শিক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য দেন, বাতাকান্দি বাজার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী আল আমিন। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী মো.মোবারক হোসেন,মো. ইকবাল হোসাইন, মো.রাশেদুজ্জামান, আবুল খায়ের, মো.জাকির হোসেন, কাজী মজিবুর রহমান প্রমুখ।এরপর সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সন্মাননা পদক প্রদান করা হয়।