সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে বাঁচাতে তৎপর উপসচিব ভাই আলমগীর কবির সাভারে আগুনে দগ্ধ অসহায় মায়ার চিকিৎসায় বিএনপি নেতা -খোরশেদ আলম

আজ থেকে গুটি আম সংগ্রহ শুরু 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
নওগাঁয় প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছরের আম মৌসুম। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার বাগানে পরিপক্ব গুটি আম সংগ্রহ শুরু করেন আম চাষি ও বাগানিরা। মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হলেও বাজারে আমের সরবরাহ এখনও সীমিত। গুটি জাতের আম স্বাদে অপেক্ষাকৃত নিম্নমানের হওয়ায় এটি মূলত আচার তৈরির কাজে ব্যবহার হয়। ভোক্তাদের জন্য সুস্বাদু ও উন্নত জাতের আম বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে। সময়সূচি অনুযায়ী জিআই স্বীকৃত নাক ফজলি আম ৫ জুন থেকে এবং নওগাঁর সবচেয়ে জনপ্রিয় আম আম্রপালি ১৮ জুন থেকে বাজারে আসবে।
এদিকে জেলা সদরের পাইকারি বাজারে ঘুরে দেখা গেছে, চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় এখনও আম উঠছে সীমিত পরিসরে। বর্তমানে প্রতি মণ গুটি আম ৯০০ থেকে ১,০০০ টাকা এবং গোপালভোগ ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কম থাকায় অনেক চাষি ক্ষতির আশঙ্কা করছেন। তবে প্রথম দিন হওয়ায় অনেকেই ভালো দামের প্রত্যাশায় রয়েছেন। সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের আমচাষি ফিরোজ হোসেন জানান, নির্ধারিত সময় অনুযায়ী গুটি আম পাড়া শুরু করেছেন তারা। তবে প্রথম দিন হওয়ায় খুব বেশি আম পাড়েননি। বাজার পরিস্থিতি বুঝে পরবর্তী পরিকল্পনা করবেন বলে জানান তিনি।
জেলা প্রশাসন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন, নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা ১০ জুন, আম্রপালি ১৮ জুন, ফজলি ও ব্যানানা ম্যাংগো ২৫ জুন এবং আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি ১০ জুলাই থেকে পাড়া যাবে। কেউ যদি নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে। তবে কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পরিপক্ব হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে তা সংগ্রহ করা যাবে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, অপরিপক্ব আম বাজারজাত রোধে দিন-তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে। তিনি আরও জানান, চলতি বছর জেলায় ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা থেকে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আম থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার বাণিজ্য হতে পারে বলে আশা করা হচ্ছে। আম উৎপাদন, সংগ্রহ ও বাজারজাতকরণে প্রশাসন ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় সফল মৌসুমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102