কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে চার বছরের সাজাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
জানা যায়,গতকাল রবিবার রাত পৌনে এক টায় থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চার বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রাজু(৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের মালু মিয়ার ছেলে।
মাদক কারবারি রাজুকে তার শশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলায় চার বছরের সাজাসহ, ১০,০০০/- টাকা অর্থদণ্ড সাজা পরোয়ানাসহ ৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।