শাহাদাৎ হোসেন সরকার
আশুলিয়া থানা আওয়ামী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয়।
আজ সন্ধ্যায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুনের নেতৃত্বে এক অভিযানে ইব্রাহিমকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে এক ছাত্র নিহত ও কয়েকজন আহত হয়।
এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ ইব্রাহিমকে শনাক্ত করে গ্রেফতার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহরাব মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত ইব্রাহিমকে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে।
আইন অনুযায়ী তাক আদালতে উপস্থাপন করা হবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
তবে ছাত্রলীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, একাধিক ছাত্র জনতা হত্যা ও হতে চেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইব্রাহিম ৫ আগস্টের পর,কৌশলে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মিলে বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে হামলা করাসহ অপরাধ মুলক কর্মকান্ড করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ইব্রাহিম কে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে, যার জের ধরে একাধিক মামলা ও গ্রেফতার চলছে