কুমিল্লার তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র উদ্যাগে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানার কোরআন হাদিসের শিক্ষার্থীদের সঙ্গে চলমান মৌসুমী ফল খাওয়ার উৎসবে গতকাল (২৫ মে) শনিবার দুপুরে ৩ (তিনটি)মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র নেতৃবৃন্দ।
উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি(তিউসেক)’র প্রতিষ্ঠাতা আহবায়ক মো.সাজ্জাদ হোসেন (সজীব) এর সার্বিক সহযোগিতায় এবং সদস্য সচিব মো.বশির আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালাচান্দকান্দি তালিমুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা মাদরাসা মোহতামীম মাওলানা ইয়াছিন আহমাদ, বড় গাজিপুর খালেকিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শাহিন সরকার, স্বেচ্ছাসেবক মোঃ আব্দুল কাইয়ুম,তিউসেক সদস্য সুবেদার অবসর প্রাপ্ত মো.ফারুক কামাল, তারুণ্যের আলো’র সভাপতি শরিফুল ইসলাম,হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, হাইধনকান্দি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মোহতামীম আমজাদ শাহ জুনায়েদ, ইয়াং বেঙ্গল সোসাইটি প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকিব উদ্দিন,তারুণ্যের আলো সংগঠনের সহ-সভাপতি এইচ আর হৃদয় প্রমুখ।
এরআগে উপজেলার কলাকান্দি ও সাগর ফেনা মাদরাসার কোরআন হাদিসের শিক্ষার্থীদের সঙ্গে মৌসুমী ফল নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন এই কমিউনিটি প্লাটফর্ম।