কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকা তিতাস থানার গাজীপুর গ্রাম এবার রেলপথে যুক্ত হতে যাচ্ছে—যা ছিল এক সময় কল্পনারও বাইরে। কুমিল্লা জেলার তিতাস উপজেলার এই গ্রামটি এখনো সড়ক পথের উপরই নির্ভরশীল। একসময় এই গ্রামের সঙ্গে নৌপথে যোগাযোগ থাকলেও ৯০ এর দশকের শেষ দিকে সেটিও বন্ধ হয়ে যায়।
তবে সময়ের পরিবর্তনে এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এবার রেল যোগাযোগের আওতায় আসতে যাচ্ছে তিতাস থানা। গাজীপুর গ্রামে রেলস্টেশন স্থাপনের জন্য ইতোমধ্যেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন ঘটবে, খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পণ্য পরিবহনেও আসবে গতি।
তিতাসে রেল সংযোগের এই সম্ভাবনা ইতোমধ্যেই এলাকাজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ ও আশার আলো।
এখন শুধু সময়ের অপেক্ষা—রেললাইনের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার।