মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাগুরা জেলার সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন মাগুরা জেলা বর্তমান অন্যতম আলোচিত সাংবাদিক এস এম শিমুল রানা।
নতুন মাত্রা দেওয়া এই প্রতিভাবান চিত্রগ্রাহক এবার ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা সাংবাদিক হিসাবে মিডিয়া ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হয়েছেন।
গত শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে আয়োজিত হয় এই আয়োজন। অনুষ্ঠানের আয়োজক ছিল লাবণ্য মাল্টিমিডিয়া এবং এর চেয়ারম্যান হেদায়েত উল্লাহ তুর্কি।
অনুষ্ঠানে দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশের টেলিভিশনের অভিনেতা অভিনেত্রী, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংস্থার প্রতিনিধিগণ এবং যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।
তিনি অনুসন্ধানী প্রতিবেদন-১( প্রিন্ট ও অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশের আলোয় কর্মরত।
তিনি বলেন, কাজ সবসময়ই আনন্দের, তবে কাজের স্বীকৃতি পেলে সেটি আরও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
মাগুরা জেলার পৌরসভার নিজনান্দুলীয়া গ্রামের সন্তান এস এম শিমুল রানা – ১৯৯৪ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি । শৈশব থেকেই নতুনত্ব ও সৃজনশীলতা নিয়ে কাজ করার প্রতি ছিল প্রবল আগ্রহ।
পুরস্কার প্রদানকারী সংগঠন লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রোর হেদায়েতুল্লাহ তুর্কী ।