কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে সরকারি খাস জমি দখল করে রাজনৈতিক কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে তিতাস উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন এবং তার আপন ভাই নুরুল ইসলামের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছিমপুর টু নাগেরচর সড়কের পাশের একটি সরকারি খাস জমিতে কয়েক বছর আগে দলীয় প্রভাব খাটিয়ে প্রথমে একটি গ্যারেজ নির্মাণ করেন তারা। পরে ফরিদা ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে, ঐ জমিতেই তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় নির্মাণ করেন।
তৎকালীন সময়ে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাননি। বলরামপুর ইউনিয়ন তহসিল অফিস থেকে একাধিকবার নোটিশ প্রদান করা হলেও তা উপেক্ষা করা হয়। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এসব আইনগত নোটিশকে কার্যত কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
বর্তমানে ঐ সড়কে সংস্কার কাজ চলমান থাকায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এলাকাবাসী আশা করছেন, এবার উপজেলা ভূমি অফিস সক্রিয় ভূমিকা নিয়ে সরকারি খাস জমিটি উদ্ধার করবে।
স্থানীয়দের মতে, নাগেরচর গ্রামে আরও অনেক সরকারি খাস জমি ব্যক্তি মালিকানার দখলে রয়েছে, যা তদন্তপূর্বক দ্রুত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন তহসিল অফিসের
তহসিলদার পিন্টু দাসের বক্তব্যে জানা যায়, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে তারা কাজ করবে। আরো জানা যায় যে , সরকারি স্বার্থে সঠিক তদন্তের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।