মোঃ পারভেজ ঝিনাইদহ
ঝিনাইহ-যশোর ছয় লেন সড়কের জন্য অধিগ্রহনকৃত জমির বর্তমান বাজার মুল্যে ক্ষতিপুরণের দাবী মানববন্ধন কর্মসুচি পালন করেছে জমির মালিকরা। সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এ সময় ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম তোহিদ ও মাহমুদ রায়হান লাল্টু।
দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, পঞ্চাশ বছর আগে নির্ধারিত জমির মৌজা মূল্য আমরা মানি না। মহাসড়ক প্রশস্থ হোক কালীগঞ্জবাসি চান, কিন্তু জমির বর্তমান বাজার মূল্যসহ ক্ষতিগ্রস্ত সকল স্থাপনার পূর্ণ মূল্য দিতে হবে।
বিএনপি নেতা তবিবর রহমান মিনি বলেন, গত প্রায় ৩ বছর হল নির্মানাধীন ছয়লেন মহাসড়ক নির্মানের জন্য ভূমি অধিগ্রহনের কাজ চলছে। কিন্তু, এখনো জমি বা স্থাপনা বাবদ কোন অর্থ প্রদান করা হয়নি। তারা শুনেছেন সরকার ৪০/৫০ বছর আগের জমির মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসবে।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, কালীগঞ্জ মেইন বাসষ্টান্ডে ফ্লাইওভার করা হলেও ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ করা বন্ধ করতে হবে। সেই সাথে অধিগ্রহণকৃত জমির উপর অবস্থিত স্থাপনার আংশিক ক্ষতি-পূরণ তারা মানবে না।
জমির মালিকদের দাবী, বিগত ফ্যাসিষ্ট আ’লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে সংযুক্ত করা জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের জমি নিয়ে অথবা পরিত্যক্ত গোডাউনের যায়গায় সড়ক নির্মাণ করতে হবে। সেই সাথে প্রয়োজনীয় জমি ছাড়া বেশি জমি অধিগ্রহণ করা হলে কঠোর আন্দোলন করা হবে।