কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের মজিদপুর থেকে মোহনপুর সড়কে পা ভাঙা ব্রীজের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ব্রীজটি অনেক বছর পূর্বে নির্মাণ করা হয়।তবে এই ব্রীজ দিয়ে কয়েকটি ইউনিয়নের জনসাধারণ যাতায়াত করা হয়।
এই ব্রীজটি কয়েকবছর যাবত কয়েকটি মাঝখানের পিলা অংশ খসে পড়ে যায়। বর্তমানে কোনরকমে আটকে আছে।
তবে এলাকাবাসী জানিয়েছেন আমরা এই ব্রীজ দিয়ে চলাচল করতে আতঙ্কে আছি। জানিনা চলাচল করতে গিয়ে কখন এই ব্রীজ ভেঙে পড়ে।
তবে এই ব্রীজটি দ্রুত সংস্কার না করা হলে যে কোন মুহূর্তে ভেঙে গিয়ে দূর্ঘটনার কবলে অনেকেই পড়তে পারে।
উপজেলা ইঞ্জিনিয়ার নিকট দাবি জানাচ্ছি এই ব্রীজটি দ্রুত সংস্কার করে দূর্ঘটনার কবল থেক বাঁচানো।
এই ব্রীজটি নিয়ে গণ্যমাধ্যমে অনেকবার তুলে ধরা হয়েছে।
তবে মজিদপুর ও মোহনপুর সড়কের ব্রীজটি খুবই পুরোনো একটি ব্রীজ।
যা নির্মাণ করা যরুরী।
পা ভাঙা ঝুঁকিপূর্ণ ব্রীজ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।