কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ শরিফ সরকার (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত শরিফ সরকারের বাড়ি তিতাস উপজেলার শাহপুর গ্রামে। তিনি মৃত আমালক সরকারের ছেলে।
২৬ মে সোমবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শরিফ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তিতাস থানা পুলিশের একটি টিমও অংশ নেয়।
অভিযান চলাকালীন তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তিতাস থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শরিফ সরকারের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল।