উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার বলেন, সুজয় রবিদাস শুধু রুয়েট নয় বুয়েটেও চান্স পেয়েছিল, পছন্দের বিষয় পাওয়ায় রুয়েটে সে ভর্তি হয়। তার বাবা দুধনাথ রবিদাস বাজারে খোলা আকাশের নিচে অতি ক্ষুদ্র ব্যবসা করেন, তার আবেদনের প্রেক্ষিতে পৌরসভার ও পরিষদের ফান্ড থেকে এই সহযোগিতা। আমি সমাজের শিক্ষানুরাগী বিত্তশালীদের এই রকম মেধাবীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে আহবান জানাবো।