ঝালকাঠি কাঠালিয়াতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে উপজেলা হলরুমে। ২৮ মে বুধবার সকাল ১০ টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যেগে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনটারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ ইমরান বিন ইসলাম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল -মামুন, সঞ্চালনায়, মোসা: ফারহানা তাসরিন কৃষি সম্প্রসারণ অফিসার কাঠালিয়া।স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাছিবুর রহমান এসময় উপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা ,
কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার। ইউপি সদস্যরা” কৃষক পার্টনার স্কুলের সদস্যবৃন্দ, সুধীজন, উপ-সহকারী কৃষি অফিসারগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ। কৃষি বিভাগকে সমৃদ্ধ করতে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।