কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা জেলা তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ (মানবিক সহায়তার) আওতায়
২৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ৮নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ভুক্তভোগীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ট্যাগ অফিসার মোঃ ফরহাদ হোসেন সরকার, উক্ত পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফজলুল করিম মজুমদার, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ বিলাল মোল্লা, ২ নং ওয়ার্ড মেম্বার হারুন মিয়া, ৮ নং ওয়ার্ড নাম্বার মোঃ মনসুর আলী।
এই ইউনিয়নের ওয়ার্ড মেম্বাররা জানিয়েছেন আমরা প্রতিবছর ন্যায়ে সরকারি খাত থেকে খাদ্য ব্যবস্থায় যথাসময়ে হতদরিদ্রদের মাঝে সঠিকভাবে বিলিয়ে দেই।
বিজিএফ চাউল পেয়ে হতদরিদ্র পরিবাররা অনেকেই জানিয়েছেন আমরা সরকারের এই উদ্যোগে বিজিএফ চাউল পাচ্ছি এবং এছাড়াও আমরা আরো অন্যান্য সময় পেয়ে থাকি তাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।