কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়নের জিএম মোশাররফ হোসেন ছিলেন নাগেরচর উন্নয়নের রূপকার: তার বিরুদ্ধে অপ-প্রচারের তীব্র প্রতিবাদ জানাই বললেন জিএম মোশাররফ চেয়ারম্যানের ছোট ছেলে জিএম সাইদুর রহমান বাবু।
সাইদুর রহমান বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বলরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তার ছেলে হিসেবে তাকে নিয়ে আমি গর্ব করি। মুক্তিযোদ্ধারাই আমাদেরকে এ-দেশ এনে দিয়েছেন।
কিছুদিন পূর্বে নাগেরচর গ্রামের রাস্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি প্রতিবেদন গোচরীভূত হল।
নিউজের নিচে অনেকের কমেন্টস দেখে প্রতিবাদ না জানিয়ে পারলাম না। যে রাস্তাটি নিয়ে কথা হচ্ছে, সেই রাস্তাটি আমার বাবার হাতেই গড়া। শুধু এই রাস্তাটি নয়, নাগেরচরসহ বলরামপুরের অনেক উন্নয়ন কাজই আমার বাবার হাত ধরে হয়েছে। বলা যায়,
নাগেরচর উন্নয়নের রূপকার ৭১ এর রণাঙ্গনের বীর সৈনিক জিএম মোশাররফ হোসেন চেয়ারম্যান। তার ছেলে হিসেবে চুপ করে থাকতে পারলাম না। সেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচারিত খবরের প্রতিবাদ হিসেবে কিছু কথা বলতে হাজির হয়েছি আপনাদের সামনে।