মোঃ ফরহাদ হোসেন, গৌরীপুর
মুক্তাগাছায় আয়মান নদীর পানির স্রোতে মোল্লাবাড়ি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় আয়মান নদীর উপর ২০০১ নির্মিত ব্রিজটি ভেঙে পড়েছে। টানা বৃষ্টির কারণে নদীর পানি হঠাৎ বেড়ে যায় এবং কিছুদিন আগে নদী খননের কারণে স্রোতের তীব্রতা আরও বেড়ে যায়। স্থানীয়দের ধারণা, খননের ফলে ব্রিজের নিচের ভীত দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত পানির চাপ সহ্য করতে না পেরে ব্রিজটি ভেঙে যায়।
এই ব্রিজটি মোল্লাবাড়ি বিটিবাড়ি ও পলশা গ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। বর্তমানে ব্রিজটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় উক্ত এলাকার শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের অবস্থা আরও করুণ, কারণ ব্রিজের অপর পাশে রয়েছে পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে না।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিন এই অবস্থায় থাকলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে এবং শিক্ষার্থীদের পড়ালেখাও বাধাগ্রস্ত হবে।