নিজস্ব প্রতিনিধি, রোমান হোসেন
ঢাকার সাভারে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এর আয়োজন করে
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ,
সাবেক ছাত্রনেতা ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এর কেন্দ্রীয় সভাপতি, আলমগীর হোসেন লাবু, এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,
সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,
ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব রবিউল আউয়াল,
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান পিয়াস, সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম সোহাগ, ও সাভার পৌর যুবদল নেতা আল ইসলাম,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
এ সময় বিএনপি নেতা রাশেদ
শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে জাতির কল্যাণ, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।