কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
চান্দিনা (কুমিল্লা), ৩০ মে ২০২৫
চান্দিনায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার একটি দল শুক্রবার উপজেলার খানবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, ধারালো ছুরি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলার তথ্য রয়েছে। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।